২৮ নভেম্বর মধ্যপ্রদেশে এক দফাতেই নির্বাচন অনুষ্ঠিত হয়। জনগণ অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষা করছে। এরই মধ্যে বেশ কিছু ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। সাগরের একটি ঘটনায় নির্বাচনের ৪৮ ঘন্টা পরে রিপোর্ট করা হয় যে ভোটকর্মীদের একটি দল ৫০ টি ইভিএম নিয়ে এসেছে। দুর্নীতির অভিযোগে সাগরের কংগ্রেসের নেতারা ও সমর্থকরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তদন্তের দাবি জানায়। তারা মেশিনগুলিকে স্ট্রংরুমে জমা দেওয়ার অনুমতি দেননি এবং তাঁদের অভিযোগে জেলা কালেক্টর আলোক সিং মেশিনগুলি কালেক্টরেটে পাঠান।