২০২২ সালে জি-২০ বৈঠক ভারতে

২০২২ সালে ভারতে জি -20 শীর্ষ সম্মেলন আয়োজিত হবে। জি -20 এর বর্তমান সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন যে তিনি 2021 সালে এই সম্মেলনের আয়োজনের জন্য আবেদন করবেন যাতে ২০২২ সালে তা ভারতে আয়োজিত হতে পারে। মোদি বলেন যে ইতালি সমেত অন্য অনেক দেশ এ বিষয়ে রাজি হয়েছে। ওই বছর ভারত 75 তম স্বাধীনতা দিবসও উদযাপন করবে। এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের দায়িত্ব পাওাকে বড় সাফল্য বলেই দেখা হচ্ছে। মোদি বলেন, আমি কৃতজ্ঞ এবং ২0২২ সালে বিশ্বব্যাপী নেতৃত্বদের ভারতে আসতে আমন্ত্রণ জানাই

Related Videos