যাদু সংখ্যার কাছাকাছি কংগ্রেস

মধ্যপ্রদেশে ১৫ বছর বাদে কংগ্রেসের বনবাস এবার শেষ হতে চলেছে বলে মনে হচ্ছে কারণ ১১৪ আসনে জয়লাভ করার পরে সবচেয়ে বড়ো দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে কংগ্রেস। যদিও সংখ্যা গরিষ্ঠতা লাভের ক্ষেত্রে এখনও দুটি আসন পিছিয়ে আছে তারা। ইতিমধ্যে সমাজবাদী পার্টির ঝুলিতে চলে গেছে একটি আসন, এবং তারা কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করে দিয়েছে। এবার নির্দলীয় বিধায়কের দিকেই থাকবে চোখ।