তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন কেসিআর

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কে চন্দ্রশেখর রাও। এ নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রশেখর রাও। গত মঙ্গলবারই প্রকাশিত হয়েছে তেলেঙ্গানা নির্বাচনের ফল। তাতে বিরাট সাফল্য পেয়েছে চন্দ্রশেখরের দল। ১১৯টি আসনের মধ্যে ৮৮ টিই জিতেছে তাঁর দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। নির্বাচনে পরাজিত হয়েছে কংগ্রেস- টিডিপি জোট। সেই ১৯৮৫ সাল থেকে নিজের বিধানসভা কেন্দ্র গাজেল থেকে জিতে আসছেন রাও। এবার বড় ব্যবধানে জিতেছেন কেসিআর । ২০০১ সাল পর্যন্ত চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপিতেই ছিলেন চন্দ্রশেখর। কিন্তু তেলেঙ্গানা তৈরি করা নিয়ে বিবাদের মাঝেই দল ছাড়েন চন্দ্রশেখর রাও

Related Videos