মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা শুক্রবার জানিয়েছেন, পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে একটি কয়লা খনিতে কমপক্ষে ১৩ জন মানুষ আটকা পড়ার পর তাঁদের উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দল। অবৈধ খনিতে কাজ করতে গিয়ে শ্রমিকদের আটকা পড়ার ঘটনা এই প্রথম নয় মেঘালয়ে। ২০১৪ সালের এপ্রিল মাসে জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল কর্তৃক নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও আবারও এমন ঘটনা রাজ্যে ব্যাপকভাবে অবৈধ কয়লা নিষ্কাশনের বিষয়টিকে প্রকাশ্যে এনে দিয়েছে। রাজ্য সরকারও অবৈধ খনির বিষয় স্বীকার করেছে