কাশ্মীরে গুলির লড়াইয়ে মৃত সাধারণ মানুষ; বনধের ডাক

জম্মু ও কাশ্মীরের হুরিয়ত সম্মেলন সোমবার সেনাবাহিনীর সদর দফতরের উদ্দেশ্যে একটি মিছিল সহ তিন দিনের বনধের আহবান জানিয়েছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামাতে সাত সাধারণ নাগরিক নিহত ও বেশ কিছুজন আহত হয়েছেন। শনিবার সকালে তিন সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাবাহিনীত গুলির লড়াই চলে। এলোপাথাড়ি গুলিতে মারা যান সাধারণ মানুষ। পুলওয়ামার সিরানু গ্রামে সকালে এই সংঘর্ষে এক সেনাও নিহত হন। সন্ত্রাসবাদীরা একটি বাগানে লুকিয়ে ছিল।