বেকারত্ব নিয়ে রভিশ কুমারের প্রাইম টাইম

আমাদের দেশে নেতা মন্ত্রীরা নির্বাচনের আগে যুবক যুবতীদের চাকরির প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে তা যেন পুরোপুরি ভুলে যান। বিজেপি হোক বা কংগ্রেস, ছবিটা কোন কালেই বদলায় না। বিগত পাঁচ বছরে মোদী সরকার দেশের বেকার যুবক যুবতীদের জন্য এই সমস্যার কোনও সমাধান করতে পারেনি। না পেরেছে সরকারি ক্ষেত্রে না পেরেছে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করতে। রভিশ কুমারের প্রাইম টাইমে এ বিষয়ে পর্যালোচনা দেখে নিন।

Related Videos