দীর্ঘ দুদশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ডবল ডেকার রেল অ্যান্ড রোড ব্রিজের উদ্বোধন হল আজ। অসম এবং অরুণাচল প্রদেশের মানুষ ব্রহ্মপুত্র নদের উপর এই সেতু নির্মাণের দাবি বহুদিন ধরেই করে আসছিলেন। ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া রেল-রোড ব্রিজের শিলান্যাস করেন। কয়েক বছর আটকে থাকার পর ২০০২ সালে নির্মাণ কাজের সূচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী। আজ সেই ব্রিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেতু চালু হলে অসমের তিনসুকিয়া থেকে অরুণাচল প্রদেশের নাহারলাগুন পর্যন্ত যেতে এখনকার চেয়ে অন্তত দশ ঘণ্টা কম সময় লাগবে।