কলকাতা মেট্রোতে আগুন, অসুস্থ ১১ জন

পাতাল পথে আগুন- আতঙ্ক। ময়দানে স্টেশনে ঢোকার মুখে দমদমগামী একটি এসি মেট্রোর প্রথম কোচে আচমকা আগুন লেগে যায়। ধোঁয়ায় বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়েও পড়েন। তাঁদের মধ্যে অনেকেই প্রবীণ। একটি সূত্রে খবর ১১জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন