উচ্চ প্রযুক্তির সরঞ্জাম নিয়ে মেঘালয়ে উদ্ধারকর্মীরা

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে 320 ফুট গভীর খনিতে আটকা পড়া 15 জনকে উদ্ধার অভিযান আজ সতেরো দিনে পড়ল। এখন বন্যা কবলিত ওই খনি থেকে জল পাম্প করার জন্য প্রয়োজনীয় দশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প দিয়ে ফের কর্তৃপক্ষ উদ্ধার অভিযানের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। বিশাখাপত্তনাম থেকে নৌবাহিনীর একটি দলকে খনিতে আজ উদ্ধারে সহযোগিতা করবে।