নেতাজির নামে আন্দামান নিকোবরের দ্বীপের নাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দামান ও নিকোবরের তিনটি দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করার ঘোষণা করেছেন রোববার। নেতাজি সুভাষ চন্দ্র বোস এখানে পতাকা উত্তোলনের 75 তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির বক্তব্যে বলা হয়েছে যে রস দ্বীপের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ রাখা হবে, নীল দ্বীপের নাম হবে শহিদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম হবে স্বরাজ দ্বীপ। এই বিশেষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাক টিকিট, 'ফার্স্ট ডে কভার' এবং 75 টাকার মুদ্রাও প্রকাশ করেন। পাশাপাশি তিনি নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করেন। এর আগে প্রধানমন্ত্রী মোদি মরিনা পার্ক ভ্রমণ করেন এবং 150 ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করেন। পার্কে অবস্থিত নেতাজির মূর্তিতে পুষ্পাঞ্জলিও দেওয়া হয়

Related Videos