রাফাল নিয়ে আগামীকাল বিতর্কের ডাক লোকসভায়

অর্থমন্ত্রী অরুণ জেটলি মন্তব্য করেছেন যে, রাফাল জেট চুক্তিতে কংগ্রেস সংসদে বিতর্ক থেকে "পালিয়ে যাচ্ছে"। বিরোধী দলীয় নেতা মল্লিকাজুন খাড়গে যদিও বলেছেন, দল চ্যালেঞ্জ গ্রহণ করছে। তিনি ২ জানুয়ারিতে বিতর্কের সময় নির্ধারণের জন্য স্পিকার সুমিত্রা মহাজনকেও অনুরোধ করেন। "জেটলি-জি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এবং আমরা তা গ্রহণ করছি ... আমরা ২ জানুয়ারি বিতর্কের জন্য প্রস্তুত। দয়া করে একটি সময় নির্ধারণ করুন" সংসদের নিম্নকক্ষ লোকসভায় খাড়গে বলেন

Related Videos