অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল ভারত

ইতিহাসটা যেন তাড়া করছিল সিরিজ শুরুর আগে থেকে। শেষ টেস্ট ড্র হতেই সেই ইতিহাস লেখাও হয়ে গেল সিরিজ শেষে। বার বারই শোনা যাচ্ছিল এটাই সেরা সুযোগ অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে ফেরার। সাফল্যের তুঙ্গে থাকা একটা দল ভারত। চার ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতে যাওয়ার পর স্বপ্নটা বাড়তে শুরু করেছিল। ক্রিকেট বোদ্ধাদের গণ্ডি পেড়িয়ে তা পৌঁছে গিয়েছিল সাধারণের ড্রইংরুমে। ভারতীয় সময়ের সঙ্গে অস্ট্রেলিয়ার সময়ের অনেকটাই পার্থক্য। ভোর পাঁচটা থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরু। তবুও সোমবারটা ভারতীয় ক্রিকেটের জন্য ছিল অন্যটম সেরা একটা দিন। হোক না তা ভোর চারটে। সকাল থেকেই তাই টেলিভিশনে চোখ রাখতে ভোলেননি ক্রিকেট প্রেমীরা। এই দিন তো আর রোজ আসে না। এই সাফল্যের সঙ্গে দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার শেষ হল বলে কথা।

Related Videos