আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ বিল আনল সরকার

এনডিএ সরকারের জেনারেল ক্যাটাগরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ১০% সংরক্ষণের বিল রাজ্য সভায় পেশ করা হবে। গতকাল রাতে লোকসভায় টানা সাড়ে চার ঘন্টার বিতর্ক শেষে এই বিল সমর্থন করেছেন লোক সভার ৩২৩ জন সদস্য। বাকি ৩জন সদস্য কেবলমাত্র এর বিরোধিতা করেছেন।

Related Videos