তিন মাস পর ফিরলেন অলোক বর্মা

তিন মাসে বাদে নিজের পদে ফিরলেন সিবিআই অধিকর্তা অলোক বর্মা। সুপ্রিম কোর্ট মঙ্গলবারই জানায় তাঁকে ছুটিতে পাঠিয়ে দেওয়া ঠিক হয়নি। এই মর্মে কেন্দ্রের নির্দেশিকা খারিজও করে দেয় শীর্ষ আদালত। সেই রায় জানার পর বুধবার সিবিআই দপ্তরের যান অলোক। তাঁর জায়গায় সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন অধিকর্তা হওয়া এম নাগেশ্বর রাও অলোককে স্বাগত জানান। ২৪ অক্টোবর রাত ২টোর সময় সিবিআই অধিকর্তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের ১০ তলায় বসতেন অলোক। সিল করে দেওয়া হয় সেটিকেও। এবার পদ ফিরে পেলেন অধিকর্তা।

Related Videos