পান্ডিয়া ও রাহুলের বক্তব্য খতিয়ে দেখছে বিসিসিআইয়ের আইনি দল

বিসিসিআইয়ের প্রশাসকদের দুই সদস্যের কমিটির মধ্যে অর্ধেকরও বেশি বিনোদ রাই জানিয়েছেন যে হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুলকে দুটি একদিনের ম্যাচের জন্য বরখাস্ত করা হবে। ৬ জানুয়ারি সম্প্রচারিত কফি উইথ করণ টক শোতে দু’জনের বক্তব্য নিয়েই তাঁদের এই সিদ্ধান্ত। বিনোদ রাই বিসিসিআই সিইও রাহুল জোহরিকে লেখা মেলে বলেছেন, তিনি এই দু’জনের মন্তব্য পড়েছেন এবং তাঁর ভীষণ কুরুচিকর মনে হয়েছে। তিনি যোগ করেন যে শোতে তাদের মন্তব্যে ক্ষমা চাওয়াও যথেষ্ট শাস্তি নয়। সিওএ’র দ্বিতীয় সদস্য ডায়ানি এডুলজিয়র পরামর্শের চাওয়া হয়েছে এই বিষয়ে এবং তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআইয়ের আইনি দলকে বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছেন।

Related Videos