মহাজোট গঠনের লক্ষ্যে অখিলেশ মায়াবতীর

অখিলেশ যাদব ও মায়াবতী রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে আগামীকাল দুপুরে যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন। আশা করা হচ্ছে, আগামী 85 দিনের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তাঁদের জোটের ঘোষণা করবেন দুই নেতা। আখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি বহু সপ্তাহ ধরেই বৈঠকে বসছে এবং গত সপ্তাহেও তাঁরা আলোচনায় বসেছেন। দিল্লিতে তাদের বৈঠক বিষয়ে বলা হচ্ছে যে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের বাইরে "মহাগটবন্ধন" বা মহাজোটের সিদ্ধান্ত নিয়েছেন। আরএলডি, নিশাদ পার্টির মতো ছোট দলগুলি জোট গঠনে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে