কর্ণাটকে ‘অপারেশন লোটাস’ নিয়ে সতর্ক কংগ্রেস

কর্ণাটকের মন্ত্রী ও বর্ষীয়াণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের অভিযোগ, বিজেপি'র "অপারেশন লোটাস" রাজ্যের জোট সরকারের পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছে! ক্ষমতাসীন কংগ্রেস-জেডিএস জোট থেকে বিজেপি বিধায়কদের প্রলুব্ধ করে বিচ্ছিন্ন করার চেষ্টার খবর কানে আসতেই কর্ণাটক কংগ্রেস আজ বেঙ্গলুরুতে একটি বৈঠক ডেকেছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু তিনজন কংগ্রেস বিধায়ক ইতিমধ্যেই তাঁদের দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।