জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বিষয়টি আবার ফিরে এসেছে। ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি তথাকথিত ‘দেশদ্রোহিতা’র ঘটনায় তদন্তকারী সংস্থাগুলি এত কেন উদ্বিগ্ন যে তাঁরা তিন বছরে চার্জশিট ফাইল করলেন। অনেকেই ভেবেছিলেন বিষয়টি থেকে মিডিয়ার আগ্রহ চলে গিয়েছে। অনেকেরই মনেও নেই বিষয়টি। কিন্তু এখন যখন পুলিশ কানহাইয়া কুমার, অনির্বাণ, উমর খালিদের বিরুদ্ধে চার্জশিট উপস্থাপিত করেছে স্বাভাবিকভাবেই ১২০০ পাতার এই চার্জশিট ফের মিডিয়াকে ব্যস্ত করে তুলেছে। আমরা চার্জশিট পড়িনি। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই যে পুলিশ অভিযোগের ভিত্তিতে কী কী প্রমাণ দেখিয়েছে। পুলিশ যা আদালতে বলেছে, সূত্রের যা খবর তার উপর ভিত্তি করে সব কিছু।