নির্বাচনের আগে অর্ধকুম্ভকে সাজাতে ৪২০০ কোটির খরচ?

অর্ধ কুম্ভ মেলা, ৪৮ দিন ধরে বিপুল জনসমাগম সম্ভবত বিশ্বব্যাপী সবথেকে বিশাল ভক্তসমাগমের অন্যতম। উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর তীরে শুরু হয়েছে মেলা। কিন্তু নির্বাচনের বছরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বছরের উত্সবটিকে ২০১৩ সালের মহাকুম্ভ হিসেবেই তুলে ধরতে চেয়েছেন। ২০১৯ সালের এই কুম্ভ আসলে অর্ধকুম্ভ, যা পূর্ণকুম্ভের ৬ বছর পর আয়োজিত হয়। পূর্ণকুম্ভ প্রতি ১২ বছরে ১ বার হয়। কিন্তু ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগেই অর্ধ কুম্ভমেলাকেই উত্তরপ্রদেশের যোগী সরকার পূর্ণকুম্ভের মতোই ব্যপ্তি এবং মহিমাতে উন্নীত করার সব আয়োজনই করেছে। কিছু প্রতিবেদনের মতে অনুষ্ঠানের জন্য ৪২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যদিও ২০১৩ সালে পূর্ণ কুম্ভ মেলা এর তিনভাগেরও কম টাকায় সংগঠিত হয়েছিল। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের আমন্ত্রণ জানানোর জন্য রাজ্য মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রীকে নিযুক্ত করা হয়েছে। এই বছর অনুষ্ঠানের প্রধানমন্ত্রী মোদি এবং কংগ্রেস প্রধান রাহুল গান্ধীও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। প্রয়াগরাজকেও ঢেলে সংস্কার করা হচ্ছে। সড়কের বিস্তৃতি সহ এলইডি বিলবোর্ড তৈরি করা, নতুন করে রঙ করা হচ্ছে। নির্বাচনের আগে রাস্তাঘাট, সেতু এবং উড়ালপুল গেরুয়া রঙে সাজছে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে সাধুদের গ্রাফিতি আঁকা হচ্ছে।

Related Videos