মমতার ‘ব্রিগেড চলো’র ডাকে সাড়া দিলেন নেতারা

কলকাতার ব্রিগেড সভা সেজে উঠছে তৃণমূল প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিশাল সমাবেশের আয়োজনে। আজ দুপুরে বিরোধী দলের এক বিশাল জোটের লক্ষে আয়োজিত এই সমাবেশে দেশের প্রথম সারির রাজনৈতিক নেতারাও যোগ দিতে উপস্থিত হয়েছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, প্রাক্তন বিজেপি নেতা অরুণ শৌরি, লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদব ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার উপস্থিত এই রাজ্যে। আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার লক্ষ্যে কমপক্ষে ২৫ জন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা "দ্য ইউনাইটেড ইন্ডিয়া র‍্যালি" নামক এই অনুষ্ঠানটিতে অংশ নেবেন। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নেতাদের সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ করেন

Related Videos