মঙ্গলবার আরও এক ইতিহাস তৈরি করলেন বিরাট কোহলি। আইসিসির ইতিহাসে তিনিই প্রথম প্লেয়ার যার হাতে উঠল একই বছরে তিনটি সেরার পুরস্কার। আইসিসি বছরের সেরা টেস্ট ও ওডিআই দলের অধিনায়কত্বের ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। দুই দলেরই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বিরাট কোহলিকে। এ বার বছরের সেরা ক্রিকেটারের নামও সেই বিরাট কোহলি। শুধু তাই নয় তিনিই টেস্টের সেরা প্লেয়ার এবং তিনিই ওডিআই-এরও সেরা প্লেয়ার। ৩০ বছরের কোহলি গত বছর ১৩টি টেস্টে পাঁচটি সেঞ্চুরিসহ ১৩২২ রান করেন। এবং ১৪টি একদিনের ম্যাচে ছ'টি সেঞ্চুরিসহ বিরাট করেছেন ১২০২ রান। গড় ১৩৩.৫৫। ১০টি টি২০তে বিরাটের রান ২১১।