ইন্দোনেশিয়া মাস্টার্স খেতাব পেলান সাইনা

রোববার মহিলাদের সিঙ্গলসের ফাইনালের প্রথম খেলায় আহত ক্যারোলিনা মারিনের ছিটকে যাওয়ার পরেই ইন্দোনেশিয়া মাস্টার্স শিরোপা জিতলেন সাইনা নেহওয়াল। ইনজুরির সময় মারিন 10-4 পয়েন্টে এগিয়ে ছিলেন। মারিন তাঁর ডান উরুতে আঘাত পান যার ফলে তাঁকে খেলার মাঝপথেই খেলা ছেড়ে চলে যেতে হয়। এদিকে শনিবার সাইনা নেহওয়ালের বিপক্ষের চিনের হি বিংজিয়াওকে 18-21, 21-12, ২1-18, 18-18, 21-18, 21-18 পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন। আটান্ন মিনিটে এগিয়ে গেলেও সাইনা নেহওয়াল প্রথম খেলাটি হেরে যান। ২৮ বছর বয়সী হায়দরাবাদের এই খেলোয়াড় গতবারেও ফাইনালে পৌঁছেছিলেন