অন্ধ্রপ্রদেশের গুণ্টুরে কালভার্টে পড়ে গেল স্কুল বাস। ভেতরে থাকা 50 পড়ুয়ার অনেকেই আহত হয়েছে বলে খবর। জানা গিয়েছে আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। দুর্ঘটনার সময় কৃষ্ণভেনী ট্যালেন্ট স্কুলের শিক্ষার্থীরা বাসে ছিলেন। ঘটনাস্থলের ছবি থেকে দেখা যাচ্ছে পড়ুয়াদের ব্যাগ এবং টিফিনবক্স এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদেরও ঘটনাস্থলে পৌঁছতে দেখা গিয়েছে। ওই বাসের চালক এসকে তাজুদ্দিনিস মদ খেয়ে বাস চালাচ্ছিল বলে পুলিশের অনুমান। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশকর্তা শ্রীনিবাস রাও বলেন, “কৃষ্ণভেনী ট্যালেন্ট স্কুলের একটি বাস আজ সকালে প্রায় 50 জন শিশুকে স্কুলে নিয়ে যাচ্ছিল। মাছারলা থেকে যাত্রা করে বাসটি। মান্দাদি গ্রামের উপকণ্ঠে একটি নদীর কাছে এটি দুর্ঘটনাক্রমে উল্টে যায়।”