আসন্ন জাতীয় নির্বাচনে বাকি আর মাত্র তিন মাস। তার আগে পশ্চিমবঙ্গে বিজেপিকে ঠেকণর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলগুলোকে একত্র করার যে কাজ করছেন সেই প্রয়াসকে হুমকি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি জন সমাবেশে প্রধানমন্ত্রী তৃণমূল নেত্রীকে “বাংলার গণতন্ত্র নষ্টের" মূল বলে অভিযুক্ত করেছেন। রাজ্যে বিজেপির প্রচারণা শুরু করে প্রধানমন্ত্রী বলেন, বাংলার জনগণ একটি পরিবর্তন চায় এবং তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য দৃঢ়সংকল্পবদ্ধ। রাজ্য সরকার বিজেপি কর্মীদের লক্ষ্য করে যে হিংসা চালাচ্ছে তার উল্লেখ করে মোদি জানান, দিদি এখন মরিয়া হয়ে উঠেছেন বলেই এসব করছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, “আপনাদের ভালবাসাই আমার শক্তি। আপনাদের উৎসাহ ও আমার জন্য প্রশংসা দিদিকে অস্থির করে তুলছে। বাংলা বুঝতে পারছে যে যে তৃণমূল কংগ্রেস কেবল সিন্ডিকেট করতেই সাথে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের বিষয়ে উদ্বিগ্ন নন। যতক্ষণ না 'সিন্ডিকেটের’ মাধ্যমে লাভের দেখতে পাচ্ছে, ততক্ষণ তৃণমূল তো দেখেও না সরকারের কী কাজ চলছে।”