ধর্না মঞ্চ থেকেই কৃষক সমাবেশে ভাষণ মমতার

ধর্না মঞ্চ থেকেই আজ কৃষকদের উদ্দেশ্যে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো চ্যানেলে সিবিআই ও কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসেছেন তিনি। আজ তিনি বলেন, মোদি সরকার বলেছে, ২০২২ এ কৃষকদের আয় দ্বিগুণ হবে। আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষকদের আয় তিনগুণ বাড়িয়েছে। এই রাজ্যে কৃষকদের সমস্ত সাহায্যের আস্থা দিয়েছেন তিনি। কৃষি না থাকলে দেশ থাকবে না বলে উল্লেখ করে মমতা জানান, গ্রামীণ সড়ক নির্মাণ, ১০০ দিনের কাজ, ই-গভর্নেসের মতো বিষয়ে বাংলা শীর্ষস্থানে রয়েছে। আগামীতেও থাকবে।

Related Videos