ধর্না মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ মমতার

মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সারা দেশের বিরোধীদল আমাদের সমর্থন জানিয়েছে। এটি ব্যক্তিগত নয়, বরং একটি সমষ্টিগত লড়াই। আমি চাই গণতন্ত্র গণতন্ত্রের পথেই চলুক। কারো সঙ্গে আমাদের আদর্শগত বিরোধিতা হতেই পারে। তার মানে এই নয় যে, বিজেপির বিরোধিতা যে করবে তাঁর বিরুদ্ধে সিবিআই লেলিয়ে দেওয়া হবে। তাঁকে দেশদ্রোহী বলা হবে! এসব মানা যায় না। আমাদের কাজও চলবে, মানুষের অধিকারের লড়াইও চলবে

Related Videos