পশ্চিমবঙ্গে পুলিশ-সিবিআই দ্বন্দ্ব নিয়ে কী বলছেন নেতারা?
দীনেশ ত্রিবেদী জানান, সিবিআইয়ের উপর মানুষের আস্থা নেই। তাঁদের দুই আধিকারিকই এঁকে অপরের বিরুদ্ধে লড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান না। কেন্দ্র সিবিআইকে পশ্চিমবঙ্গে ব্যবহার করছে।
রাজনাথ সিং বলেন, “আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী, প্রধান সচিব ও ডিজিপিকে বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে বলেছি। রাজ্যপালকে একটি রিপোর্ট পাঠাতেও বলেছি।”
তৃণমূলের সৌগত রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যাগ্রহ আসলে বিজেপিকে ভুলভাবে ব্যবহার করার বিরুদ্ধে একটা লড়াই।
বিজেপির দাবি, লাল ডায়েরি, পেন ড্রাইভে সব তথ্য আছে, সেসব ঢাকতেই মরিয়া মুখ্যমন্ত্রী।
নীতিশ কুমার বলেন, এখন ভোট আসছে, সবার সেই দিকে নজর, দেশের চিন্তা কেউই করছে না। নির্বাচনী কমিশন ভোটের তারখ ঘোষণা করা অব্দি এসব চলবে।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে যা করল তা অগণতান্ত্রিক। দেশের সংবিধানের জন্য অমিত শাহ- নরেন্দ্র মোদির জুটি মারাত্মক হতে পারে।