সিবিআইয়ের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট জানাল আপাতত গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে। আপাতত গ্রেফতার করা না গেলেও তদন্তে সব ধরনের সাহায্য করতে হবে রাজীবকে। শিলংয়ে গিয়ে সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে দেখা করে তথ্যও দিতে হবে তাঁকে। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্মতলার ধর্নামঞ্চ থেকেই তিনি বলেন এটা দেশের সাধারণ মানুষের জয়। এই রায়কে আমি স্বাগত জানাই। এটা গণতন্ত্রের জয়। গত রবিবার সিবিআইয়ের আধিকারিকরা সারদা ও রোজ ভ্যালি চিট ফান্ড মামলায় প্রশ্ন করতে রাজীব কুমারের বাড়িতে ঢুকতে গিয়ে বাধা পান। তারপরই আদালতের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের শুনানিতে সারদাকাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে অন্যতম অভিযুক্ত বলল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি রাজীব কুমার তথ্যপ্রমাণ নষ্ট করে ফেলতে পারেন। কাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। গতকালের ঘটনার পর আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই।