তিনদিনের মাথায় ধর্না প্রত্যাহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তিনদিনের মাথায় ধর্না প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর রাজনৈতিক মহলের ধারনা হয়েছিল ধর্না প্রত্যাহার করে নেবেন। সেই মতোই ধর্না তুলে নিলেন মমতা। তিনি বলেন, ১৩ এবং ১৪ তারিখ দিল্লিতে ধর্না হবে। সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করতে ধর্না করেছিল বলে তিনি জানান। তাঁর পাশে ছিলেন চন্দ্রবাবু নায়ডু। মুখ্যমন্ত্রী বলেন, সকালে এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে আমার কথা হয়েছে। তাছাড়া চন্দ্রবাবু এসেছেন, তেজস্বীও আছেন। সবাই আলোচনা করে ঠিক করেছি আগামী সপ্তাহে দিল্লিতে ধর্না হবে। তাঁর পাশে দাঁড়িয়ে চন্দ্রবাবু বলেন, আদালতের রায় সংবিধানের জয়। আদালত ভাল রায় দিয়েছে তাই আমরা সবাই ম্যাডাম (মুখ্যমন্ত্রী)কে ধর্না প্রত্যাহার করতে অনুরোধ করি উনি সেই অনুরোধ রেখেছেন বলে ধন্যবাদ।