বৃহস্পতিবার গভর্নর শশীকান্ত দাসের নেতৃত্বে ছয় সদস্যের আর্থিক নীতি কমিটি (এমপিসি) রেপো হার ০.২৫% কমিয়ে করলেন ৬.২৫%। গত ১৭ মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রথমবার এই হার কমাল। শেষবার এই হার কমেছিল ২০১৭ সালের আগস্টে। এমপিসিও 'ক্যালিব্রেটেড তাইটেনিং' থেকে নীতির অবস্থান পরিবর্তন করে 'নিরপেক্ষ' করেছে। ২০১৮ সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রাক্তন অর্থনৈতিক বিষয়ক সচিব শশীকান্ত দাস দায়িত্ব নেন, এটিই তাঁর প্রথম অর্থনীতি পর্যালোচনা।