নয়ডায় ভারী শিলাবৃষ্টিতে কমল তাপমাত্রা

নয়ডার কিছু অংশে ভারী শিলাবৃষ্টি হয়েছে গতকাল, অনেকেই ভুল করে তুষারপাত ভেবেছিলেন এই শিলাবৃষ্টিকে। এই বৃষ্টির জেরে NCR-এ তাপমাত্রা বেশ কমেছে। ১৪ টি ডোমেস্টিক ফ্লাইট এবং ৪ টি আন্তর্জাতিক ফ্লাইটের সময় পরিবর্তিত হয়েছে খারাপ আবহাওয়ার কারণে। আগামী কয়েক দিনে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বৃষ্টি তাঁদের জন্য বেশ ভালো খবর যাঁরা পরিষ্কার বাতাসে শ্বাস নিতে চান, এই মুহূর্তে জাতীয় রাজধানীতে দূষণের মাত্রা PM2.5।

Related Videos