শনিবার ফের রবার্ট বঢরাকে জেরা করতে আরম্ভ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থ জালিয়াতি মামলায় এর আগেও তাঁকে জেরা করে ইডি। বুধবার ও বৃহস্পতিবার দফায় দফায় তাঁকে মোট ১১ ঘন্টা ধরে জেরা করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। যদিও, রবার্ট বঢরা সাফ জানিয়েছিলেন, স্রেফ রাজনৈতিকভাবে ‘বেকায়দা' ফেলার জন্যই তাঁকে ‘লক্ষ্য' বানানো হয়েছে। লন্ডনে তাঁর ১২ মিলিয়ন পাউন্ডের ‘অবৈধ' সম্পত্তির জন্যই তাঁকে জেরার মুখে পড়তে হয়েছে ইডি-র। তাঁর এক আত্মীয় এবং অস্ত্রব্যবসায়ী সঞ্জয় ভান্ডারি ছাড়াও এই মামলায় আরও দুজন জড়িত আছে বলে জানিয়েছে ইডি। শনিবার সকাল ১০'টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির জামনগর হাউজের ইডি-র অফিসে আসেন রবার্ট।