শিল্প মাধ্যমের স্বাধীনতা নিয়ে ভাষণে বাধা পেলেন অমল পালেকর

মুম্বাইয়ের ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের (এনজিএমএ) এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বারবার তাঁর বক্তৃতার সময় বাধা দেওয়া নিয়ে সেন্সরশিপ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা অমল পালেকার। শিল্পী প্রভাকর বারওয়ের জীবনের কাজ হওয়া নিয়ে প্রদর্শনী ‘ইনসাইড দ্য এম্পটি বক্সে’র উদ্বোধনকালে অভিনেতা বক্তব্য রাখছিলেন। তাঁর ভাষণে, অমল পালেকার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতি পরিবর্তন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। এই মন্ত্রক মুম্বাই এবং বেঙ্গালুরের এনজিএমএতে অনুষ্ঠিত প্রদর্শনীগুলির বিষয়বস্তু এবং থিমগুলি নির্ধারণের একমাত্র অধিকার প্রদানকারী। অমল পালেকারকে আর্ট গ্যালারির কাজকর্মের ‘স্বাধীনতা হ্রাস’ সম্পর্কে কথা বলতে গেলে এনজিএমএর পরিচালক তাঁকে বাধা দেন।

Related Videos