ভূপেন হাজারিকার মরণোত্তর ভারতরত্ন প্রত্যাখ্যান করল পরিবার

অসমীয়া কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার পুত্র সোমবার সরকারের নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৬ নিয়ে কেন্দ্রের সমালোচনা করে তাঁর প্রয়াত বাবাকে প্রদত্ত ভারতীয় সর্বোচ্চ সম্মান মরণোত্তর ‘ভারতরত্ন’ প্রত্যাখ্যান করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ভূপেন হাজারিকার পুত্র তেজ হাজারিকা একটি বিবৃতিতে বলেন, এটি কেন্দ্রের একটি ‘স্বল্পকালীন সস্তা রোমাঞ্চ প্রদর্শনের’ নজির। তিনি বলেন, কেন্দ্র যেভাবে এই বিল পাস করার পরিকল্পনা করেছে তা তাঁর বাবা বিশ্বাস এবং মতাদর্শের বিরুদ্ধে।