দিল্লিতে মহাজোট ২.০তে অংশ নিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতায় ব্রিগেডে মহাজোটের সমাবেশের তিন সপ্তাহ পর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ইউনাইটেড ইন্ডিয়া অপোজিশন’ গঠনের প্রচেষ্টায় সংবিধান ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যে নয়াদিল্লিতে উপস্থিত হয়েছেন। যন্তর মন্তরে ধর্নায় মহাজোট ২.০তে অংশ নেবেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও রয়েছেন এই ধর্নায়। সমাবেশে অন্য কোন কোন নেতা অংশ নেবেন তা প্রকাশ না করা হলেও জানা যাচ্ছে ১৯ জানুয়ারি কলকাতার মঞ্চে অংশগ্রহণকারী প্রায় ২০ টি রাজনৈতিক দল যন্তর মন্তরে জড়ো হতে পারে। কেবল কংগ্রেসের উপস্থিতিই অনিশ্চিত।

Related Videos