পুলওয়ামায় হামলার দায় নিল জইশ-ই-মোহাম্মদ

শ্রীনগর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে পুলওয়ামা জেলার অবন্তীপোরাতে সন্ত্রাসবাদীদের ছোঁড়া গাড়ি বোমাতে সিআরপিএফের কমপক্ষে ৪০ জন জওয়ান নিহত হয়েছেন এবং আহত আরও অনেকে। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর উপর এযাবৎ কালে এটিই সবচেয়ে নিন্দনীয় বীভৎস হামলা। সন্ত্রাসবাদী দল জাইশ-ই-মোহাম্মাদ এই হামলার দায় স্বীকার করেছে। সরকার এই হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে। পাক সমর্থিত জাইশ-ই-মোহাম্মদ পাকিস্তানের একটি সন্ত্রাসবাদী দল। এই দলের নেতা মাসুদ আজহার পাকিস্তানে পূর্ণ স্বাধীনতা উপভোগ করেন। এক দৃঢ় বিবৃতিতে ভারত পাকিস্তানের মাটি থেকে উদ্ভূত সন্ত্রাসবাদকে সমর্থন এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় প্রদান করা প্রত্যাখ্যানের দাবি করেছে। ভারত আন্তর্জাতিক সম্প্রদায়কেও পাকিস্তান পরিচালিত সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।

Related Videos