প্রাইম টাইম; হামলার খবর থাকা সত্ত্বেও কীভাবে এই বিস্ফোরণ?

সিআরপিএফ হামলা নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। প্রথম তথ্য ছিল যে, ৩৫০ কেজি বিস্ফোরকে ভরা স্কর্পিও গাড়িটি বাসের সঙ্গে ধাক্কা মারে, কিন্তু এখন জানা যাচ্ছে যে ৬০ কেজির বিস্ফোরক ছিল এবং সেই বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে ৮০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে মানব দেহাংশ। বহু এজেন্সি এখন তদন্ত করছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটি হল যে ওই হাইওয়েতে বিস্ফোরক ভরা গাড়ি এল কীভাবে? কীভাবে প্রস্তুতি নেওয়া হল, এই প্রস্তুতির মধ্যে কে কে জড়িত? রাজ্যপাল সত্যপাল মালিক প্রাইম টাইমকে বলেন, তাঁদের কাছে খবর ছিল যে পাকিস্তান বড় ধরণের আক্রমণ করবে। গোয়েন্দা সংস্থারগুলির কাছেও তথ্য ছিল। বিনা চেকিং-এ এত বড় গাড়ি এল কীভাবে?

Related Videos