বিজেপির সঙ্গে হাত মেলালো শিবসেনা

টানা তিন বছর ধরে প্রবল আক্রমণাত্মক মেজাজে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধ অবস্থানে থেকে শেষমেশ মে মাসে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলানোরই সিদ্ধান্ত নিল শিবসেনা। এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে একটি যুগ্ম সাংবাদিক সম্মেলন করবেন বলে ঠিক হয়েছে। আসন্ন সাধারণ নির্বাচনের আগে সাম্প্রতিককালের এই প্রবল দুই আদায়-কাঁচকলায় রাজনৈতিক দলের রাজনৈতিক মহলেও তুমুল জল্পনা শুরু হয়েছে

Related Videos