সৌদি আরবের রাজপুত্র মোহাম্মদ বিন সলমান আজ বলেছেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থা একটি ‘স্বাভাবিক উদ্বেগ’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক যৌথ সাংবাদিক সম্মেলনের সময় তিনি জানান সৌদি আরব এই বিষয়ে ‘ভারত ও প্রতিবেশী রাষ্ট্রগুলিকে সহযোগিতা করবে’। গত সপ্তাহে পুলওয়ামার পাকিস্তানের সন্ত্রাসবাদী দল জইশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী হামলায় ৪০ জন সৈন্য নিহত হওয়ার পরে এই দুই নেতার দ্বিপাক্ষিক আলোচনা সংঘটিত হয়। পাকিস্তানে দুই দিনের সফরের সালমান ‘আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা’ বজায় রাখার জন্য ইসলামাবাদের প্রচেষ্টার প্রশংসা করেছিলেন। এরপর নয়া দিল্লিতে পৌঁছানোর পর রাজপুত্রকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি।