প্রাইম টাইমঃ আম আদমির বিষয়ে কবে হবে রাজনীতি?

রাজনীতি আবার নিজরূপে সামনে এসেছে। নানা নেতার এখানে নানা মত। জোটগঠনের কথা হচ্ছে, জোট গঠনও হচ্ছে। আসনের ভাগাভাগি হচ্ছে জোরকদমে। আম আদমির বিষয় নিয়ে রাজনীতি হবে নাকি নেতাদের বক্তব্যই সাধারণ মানুষদের রাজনীতির বিষয় ঠিক করবে? কঠিন সময়। শত শত চ্যানেল তাঁদের প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে। সব কিছু নিয়েই টিভি সরগরম। টিভির এই খেলায় আপনি শুধু একজন দর্শক। টিভিতে যা প্রসাদ দেওয়া হবে তাই মানুষ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। না দর্শকদের জয় হবে, না সাধারণ মানুষের। কিন্তু এই পরাজয়কে বোঝার একটাই মাত্র পথ।

Related Videos