তেজসের সহযোগী পাইলট হলেন পি ভি সিন্ধু

আজ বেঙ্গলুরুতে অ্যারো ইন্ডিয়া ২০১৯ এয়ার শোতে ইন্ডিজেনাস লাইট কম্ব্যাট বিমান তেজসের সহ-পাইলট হিসেবে প্রথম মহিলা হিসেবে রেকর্ড গড়লেন এস শাটলার পি ভি সিন্ধু। সিন্ধু হলেন এই যুদ্ধ বিমানের সহ-পাইলটদের মধ্যে সবচেয়ে কম বয়সী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিন্ধু বলেন, “এটি অবশ্যই একটি দুর্দান্ত অভিজ্ঞতা, দারুণ সুযোগ ছিল এবং আমি খুবই সম্মানিত। অধিনায়ক আমাকে সব কৌশল দেখিয়েছিলেন।" বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, “তিনি দ্রুতই উচ্চতা ও গতিবেগে মানিয়ে নিতে পারছিলেন। আমরা কাছাকাছি একটি বাঁধে কিছু আক্রমণও চালাচ্ছিলাম। তিনি প্রায় ৫ মিনিট একাই বিমান চালান।”

Related Videos