জইশের জঙ্গি ঘাঁটিতে হামলা চালাল ভারত

পুলওয়ামায় জঙ্গি হানার দু’ সপ্তাহের মধ্যে প্রতিশোধ নিল ভারত। সীমান্ত পেরিয়ে হাজার কিলো বোমা ফেলে বহু জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সেনা জানিয়েছে রাত সাড়ে তিনটে নাগাদ এই হামলা চলেছে। এবারই প্রথম সীমান্ত পার করে কোনও অপারেশন চালাল বায়ু সেনা। কার্গিল যুদ্ধের সময়ও এই ঘটনা ঘটেনি। সে সময়ও ভারতের সীমানা পেরিয়ে আক্রমণ শানায়নি ভারতীয় বায়ু সেনা। এবার সেটাই হল। আকাশ পথে হামলা চালিয়ে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই- তইবা এবং হিজবুল মুজাহিদিনের তিনটি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করল ভারত। আর এভাবেই জঙ্গিদের নিকেশ করল ভারতীয় বাহিনী।

Related Videos