ইমরান খান পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং জনগণকে "সকল ঘটনার জন্য প্রস্তুত থাকতে" বলেছেন। তিনি মঙ্গলবার একটি জরুরি বৈঠকের সভাপতিত্ব করেন, যার পরেই পাকিস্তান সঠিক সময়ে ও স্থানে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। পাকিস্তান ভারত দ্বারা জইশ ক্যাম্প ধ্বংসকে কল্পনাপ্রসূত বলে জানিয়ে মন্তব্য করেছে যে নির্বাচনের মরশুমে দেশবাসীকে পক্ষে আনতে পাকিস্তানে হামলার মনগড়া কথা বলেছে ভারত সরকার।