প্রাইম টাইমঃ পাকিস্তানের উপর চাপ দেওয়াতেই কি অভিনন্দনকে মুক্তি?

আজ দুইটি বড় বিষয় ঘটেছে। পাকিস্তান উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত পাঠানোর কথা ঘোষণা করেছে, অন্যদিকে ভারতের তিন বাহিনীর সেনা কর্মকর্তারা এফ -16 ধ্বংসের প্রমাণ প্রকাশ্যে এনেছে। আমরা প্রথম পাইলটের কথায় আসব। পরবর্তী সেগমেন্টে ভারতের প্রমাণ নিয়ে কথা বলব। সোশ্যাল মিডিয়া এবং চ্যানেলগুলির তৈরি করা পরিবেশের মধ্যে আপনার মধ্যে কি ধন্যবাদ জানানোর সাহস টুকু বেঁচে রয়েছে যে পাকিস্তান ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত পাঠাচ্ছে। আপনি কি ভারতের পক্ষ থেকে যারা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন তাঁদের ধন্যবাদ জানানোর সাহস রাখেন, যাঁদের যার কারণে উইং কমান্ডার অভিনন্দন ফিরে আসছেন।

Related Videos