দিল্লিতে নির্বাচনী প্রার্থী ঘোষণা করল আপ

অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টি, দিল্লির কংগ্রেসের সাথে কোন মহাজোটে নেই বলে ঘোষণার কয়েকদিন পরেই, আজ মে মাসে লোকসভা নির্বাচনের জন্য দিল্লিতে তাঁদের প্রার্থী ঘোষণা করেছেন। দলের হয়ে পূর্ব দিল্লি থেকে আতিশি, দক্ষিণ দিল্লি থেকে রাঘব চাড্ডা, চাঁদনী চকের পঙ্কজ গুপ্ত, উত্তর পূর্ব দিল্লি থেকে দিলীপ পান্ডে, উত্তর পশ্চিম দিল্লি থেকে গুগান সিং এবং নয়া দিল্লি লোকসভা আসনে লড়বেন ব্রজেশ গোয়েল। এর আগে এই ছয়জন প্রার্থী লোকসভা আসনের ইনচার্জের দায়িত্বে ছিলেন। পশ্চিম দিল্লিতে, সপ্তম ও চূড়ান্ত আসনের প্রার্থী বাছাই নিয়ে এখনও আলোচনা চলছে এবং পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতা গোপাল রাই।

Related Videos