জামাত-ই-ইসলামি কর্মীদের সম্পত্তি সিল

জামাত-ই-ইসলামি জম্মু ও কাশ্মীর (জেইআই) নিষিদ্ধের কয়েকদিন পর, কাশ্মীর উপত্যকার বিভিন্ন স্থানে এই সংগঠনের বেশ কয়েক শ্রমিক ও নেতৃবৃন্দের সম্পত্তি সিল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেইআইকে পাঁচ বছরের জন্য বেআইনি সংগঠন ঘোষণা করেছে এবং গত চার দিনে তার ২00 জনেরও বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্র অভিযোগ করেছে যে জেইআই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল এবং জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে বৃদ্ধিতে এদের হাত রয়েছে।

Related Videos