রাফাল যুদ্ধ বিমান কেনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা খতিয়ে দেখার দাবি জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । ঠিক একদিন পর রাহুল বলেন, এই কাণ্ডে প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করার যথেষ্ট প্রমাণ আছে। তিনি বলেন আমি অন্যদের অভিযুক্ত করতে পারেন কিন্তু প্রধানমন্ত্রীকে বাদ দিতে পারবেন না। আর আজ সাংবাদিকদের রাহুল বলেন রাফাল নিয়ে বাইপাস সার্জারি করেছেন মোদী। রাফাল নিয়ে শুনানির সময় কেন্দ্র সুপ্রিম কোর্টে জানায় এ সংক্রান্ত বহু জরুরি তথ্য চুরি হয়ে গিয়েছে।