প্রাইম টাইম; কাশী শহরের পরিবর্তন নিয়ে চুপ কেন মানুষ?

কাশী বিশ্বনাথের বেনারাস বদলে গিয়েছে। এবং আরও বদলে যাবে। বেনারসের যে অংশকে বিশ্বের প্রাচীন বসতি বলে ধরা হত তার বেশ কিছু এখন অদৃশ্য হয়ে গেছে। আসল বেনারস তো সেটাই যাকে বাবার নগরী বলা হয়। যেখানে বাবা বিশ্বনাথের মন্দির এবং মন্দিরের আশপাশে গলির পৃথিবী ছিল। সাধারণত পৃথিবীর যে কোন দেশে পুরানো বসতিতে হস্তক্ষেপ হলেই শোরগোল পড়ে যায়। কিন্তু কাশীতে এমন কিছুই ঘটল না কেন? বিখ্যাত মানুষরাও কেন কাশীর এই বদল নিয়ে এত চুপ?

Related Videos