মহারাষ্ট্রে মোট লোকসভা আসন ৪৮ টি। ভোটের নির্ঘন্ট গতকাল বিকেলেই ঘোষণা হয়েছে। এর মধ্যেই মহারাষ্ট্রের এনসিপির সঙ্গে নিজেদের আসন ভাগাভাগির কথা ঘোষণা করল কংগ্রেস। কংগ্রেস লড়বে ২৬ টি আসনে, এনসিপি লড়বে ২২ টি আসনে। উত্তরপ্রদেশের পরেই সবথেকে বেশি লোকসভা আসন রয়েছে মহারাষ্ট্রে। অন্যান্য ছোট দল ও ছোট জোটের সঙ্গে আসন ভাগ নিয়ে কয়েকদিনের মধ্যেই কথা বলবে কংগ্রেস।